নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী দাপিয়ে বেড়ানো কথিত বেস্ট টিমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় সদর উপজেলার পরানদাহ বাজারে ‘শিবপুর ইউনিয়নবাসীর ব্যানারে অ্যাডভোকেট শাহনেওয়াজ পারভিন মিলি ও বেস্ট টিম সাতক্ষীরার অ্যাডমিন মোস্তাফিজুর রহমানের শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জেলা ব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে ভয়ংকর একটি গ্রæপ কথিত বেস্ট টিম সাতক্ষীরার নামে কতিপয় ব্যক্তি। তারা জেলার নিরীহ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিয়মিত চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আর এই কথিত বেস্ট টিম সাতক্ষীরার দুই কান্ডারি সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহনেওয়াজ পারভিন মিলি ও তার স্বামী মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান। তারা দুইজন জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বাল্যবিবাহ বন্ধের নামে অর্থ বাণিজ্য করে বেড়াচ্ছে এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন। এই টিমের মোস্তাফিজুর রহমান তার মোটর সাইকেলের পিছনে বয়ে নিয়ে বেড়ান কয়েকজন সুন্দরী নারীকে। এই চক্র সর্বশেষ অপকর্ম করতে যেয়ে গত ২৮ আগস্ট ২০২০ শুক্রবার জন রোষে পড়ে পালিয়ে ফিরেছে সাতক্ষীরা সদর উপজেলার পরানদাহ গ্রামের দরিদ্র আলম হোসেনের বাড়ি থেকে’। মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘পরানদাহ এলাকার নিরীহ ট্রলি চালক আলমগীরের সাংসারিক গোলযোগকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে আলমের বাড়িতে এসে ভাঙচুর ও লুট-পাট চালায় বেস্ট টিমের মিলি, মোস্তাফিজ ও তাদের একটি চক্র। বেস্ট টিমের সদস্যরা কখনও মানবাধিকার কর্মী, কখনও সাংবাদিক, কখনও জেলা পরিষদের কর্মকর্তা, কখনও আইনজীবী পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে হয়রানি করছে। প্রশাসন সব কিছু জেনেও কেন কোন ব্যবস্থা নিচ্ছেন না। বক্তারা এ সময় বেষ্ট টিমের কর্মকর্তা পরিচয়দানকারি ইয়াবা সেবনকারী মোস্তাফিজুর ও তার স্ত্রী শাহানাজ পারভিন মিলিসহ এ হামলা, ভাঙচুর ও লুট-পাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানান।
স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান, পরানদাহ বাজার কমিটির সভাপতি ইয়াছিন আলী পলাশ, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, বেষ্ট টিমের শিবপুর ইউনয়ন লিডার রায়হান হোসেন, ক্ষতিগ্রস্ত ট্রলি চালক আলমগীর হোসেন প্রমুখ।
এদিকে শহরের একাধিক সূত্র জানায়, স্বামী স্ত্রীর বেষ্ট টিম সদর, তালা, কলারোয়া, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলায় বেকার যুবক যুবতীদের নিয়ে কমিটি গঠন করে জেলা ব্যাপী চাঁদা বাজি করে আসছে। তারা সাংবাদিক, মনবাধিকার সংগঠন বা রেজিষ্ট্রেশন ভ‚ক্ত কোন সংগঠন না হলেও অনুমোতি ছাড়াই হরহামেশা বিপাদপন্ন মানুষদের নিয়ে ফেসবুকে লাইভ দেখিয়ে আসছে। ভয় দেখিয়ে চাঁদাও গ্রহণ করছে। ভ‚ঁইফোড় এই সংগঠনটির মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান জেলার ভ‚ক্তভোগিরা
কলারোয়ায় আলোচিত সোনাভান বিবির মৃত্যু অবশেষে হত্যা মামলা হিসেবে রেকর্ড
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় জমি সংক্রান্ত বিষয়ে আলোচিত মামলার বাদী সোনাভান বিবির অস্বাভাবিক মৃত্যুর অভিযোগটি অবশেষে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে মরহুমার ভাতিজা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহারাব হোসেন জানান, বাদী মরহুমার ভাতিজা রফিকুল ইসলাম মৃত সোনাভান বিবির অপর ভাইপো ইসরাফিল, জাহাঙ্গীর ও আলমগীর হোসেনসহ ৫ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, আসামিদের এখনও গ্রেফতার করা যায়নি তবে গ্রেফতারের অভিযান চলছে। উল্লেখ্য, প্রতারণামূলকভাবে জমি রেজিস্ট্রি করে নেয়ার অপরাধে দায়েরকৃত মামলার বাদী সোনাভান বিবি (৬৫) উপজেলার কেরালকাতা ইউনিয়নের দক্ষিণ বহুড়া গ্রামে ভাইপো ইসরাফিলের বাড়িতে শনিবার (২৯ আগস্ট) বেলা দেড়টার দিকে মারা যান। তিনি ওই গ্রামের মৃত হাজের বিশ্বাসের কন্যা। সোনাভান বিবির মৃত্যুর পর দাফন প্রস্তুতির সময় তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে এমনটি দাবি করে মরহুমার অপর এক ভাইপো রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সোনাভান বিবির লাশ সেখান থেকে থানায় নিয়ে এসে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। ময়না তদন্তের কার্যক্রম শেষে লাশ স্বজনদের হাতে তুলে দিলে রবিবার মরহুমার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
কথিত বেস্ট টিমের মিলি ও মোস্তাফিজের শাস্তির দাবিতে মানববন্ধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/