আগস্ট ১৮, ২০২০
এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২০-এর অ্যাডমিশন ফেয়ার
প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে ফল সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২৯ আগস্ট পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিস খোলা থাকবে। একই সাথে অনলাইনেও ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে। ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনা এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর এবং মেধাবী শিক্ষার্থীদের ১০০% পযন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজি, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এছাড়া ¯œাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজি)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 8,561,567 total views, 272 views today |
|
|
|