আগস্ট ২৬, ২০২০
আশাশুনি উপজেলা চেয়ারম্যানের রিংবাঁধ পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরের কেরানি মোড় থেকে হাড়িভাঙ্গা বাজার পর্যন্ত মূল সড়কের পাশে রিং বাঁধ দিয়ে বন্যার পানির প্রবাহ থামানো হয়েছে। এতে আশাশুনি সদর ও কালিগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবন থেকে রক্ষা পাবে। পানি প্রবাহ থামাতে দ্রæত এ রিং বাঁধ নির্মাণের ব্যবস্থা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি এ বি এম মোস্তাকিম। বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশাশুনি সদরের বলাবাড়িয়া, খাসেরাবাদ, কমলাপুর, ডাসেরআটিসহ প্রায় ১৩টি বানভাসি গ্রাম পরিদর্শন শেষে রিং বাঁধের কাজ তদারকির করেন উপজেলা চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি বেড়ি-বাঁধ ভেঙে নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হয়ে আশাশুনি সদর ইউনিয়নের ১৪ টি গ্রামকে প্লাবিত করেছে। এ রিং বাঁধটি না দিলে তাহলে সদর ইউনিয়নের আরও তিনটি ওয়ার্ড, শোভনালী ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়ে যাবে। মানুষের দুর্দশার কথা বিবেচনা করে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে নতুন রিং বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। তিনি উপক‚লের জনপদকে রক্ষার লক্ষে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকার, কেশব মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 8,960,790 total views, 16,540 views today |
|
|
|