নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা বাজারে ফের দুটি দোকানের শাটার ভেঙে নগদ টাকা ও লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতের কোন এক সময় এ চুরির এ ঘটনা ঘটে। বুধহাটা বাজারের বলফিল্ড সংলগ্ন কুল্যা গ্রামের ইসমাইল সরদারের ছেলে আব্দুল্ল্যাহ হোসেনের মুদি দোকানের (আব্দুল্ল্যাহ ষ্টোর) শাটার কেটে ভেতরে ঢুকে নগদ অর্থসহ প্রায় ৯০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই রাতে ওই দোকান সংলগ্ন সাতক্ষীরা সদরের মথুরাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু তাহেরের লেদ’র দরজা ভেঙে ২০/৩০ হাজার টাকার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রসঙ্গত, গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) একই বাজারের কবির সুপার মার্কেটে হাবিবুল্ল্যাহ মোবাইল হাউজ ও আদনাদ মিন্দারেশ এর মুদি দোকান থেকেও একই ভাবে চুরি করে দুর্বৃত্তরা। বারবার বুধহাটা বাজারে বিভিন্ন দোকানে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা ভীত হয়ে পড়েছেন।
8,951,130 total views, 6,880 views today