আগস্ট ৬, ২০২০
আশাশুনির বাহাদুরপুর টু তেঁতুলিয়া সড়কের বেহাল দশা: দ্রুত মেরামত দাবি
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বাহাদুরপুর-তেতুলিয়া বাজারগামী আধা কি.মি. সড়কে বেতনা নদীর পানির ঢেউয়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যেই কার্পেটিংয়ের পাশের এজিং ইট ও পিচ উঠে নদী গর্ভে বিলীন হতে চলেছে। দ্রæত সংস্কার না করলে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়রা জানায়, কুল্যা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাহাদুরপুর গ্রামের ভেতর দিয়ে পাউবো’র ওয়াপদার রাস্তার উপর দিয়ে তেতুলিয়া বাজার মুখী সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র ২ বছর আগে। বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর ও কুল্যা ইউনিয়নের দক্ষিণ এলাকার মানুষ এ সড়কটি দিয়েই জেলা সদরে যাতায়াত করে বিধায় সড়কটি ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। প্রায় ৬ মাস আগে গাবতলা গ্রামে প্রায় অর্ধ কি.মি. এলাকায় বেতনা নদীর জোয়ারের পানির ঢেউয়ে সড়কে ভাঙন শুরু হয়েছে। বর্তমানে সড়কের পাশের মাটি ভেঙে পড়ে যাওয়ার পাশাপাশি পিচ ঢালাই রাস্তাও ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় অর্ধ কি.মি. এলাকায় মূল সড়কও ভেঙে যাচ্ছে। দ্রæত মেরামত না করা হলে পুরো সড়কটি ভেঙে চলাচল অনুপযোগী হতে পারে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, পানির ঢেউয়ের আঘাতে সড়কের ¯েøাবের মাটি সরে যাওয়ায় ভাঙন লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারকে জরুরী ভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 7,969,137 total views, 2,771 views today |
|
|
|