নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতির কারণে আশাশুনিতে অনাড়ম্বর পূর্ণ পরিবেশে শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আশাশুনি সদর রাস মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে করোনা ভাইরাস জনিত বাধ্যবাধকতা অনুসরণ করে স্বল্প পরিসরে জন্মাষ্টমীর পূজা পার্বণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ইত্যাদি। পূজা পরিচালনা করেন ঠাকুর পবিত্র চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালিপদ রায়, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, কোষাধ্যক্ষ বরুন চন্দ্র মন্ডল, সহ-কোষাধ্যক্ষ কৃষ্ণপদ মন্ডল, সদর মন্দিরের সভাপতি দীপন মন্ডল, শান্তি লাল শাহানী প্রমুখ।