নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিন শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সরকারি-বেসরকারি, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্œ কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি উপজেলা প্রশাসন : শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন ও কালো পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। এরপর শোক র্যালি, আলোচনা সভা, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া-মিলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জুম অ্যাপসের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এদিন দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় অফিসার করিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
আশাশুনি উপজেলা আওয়ামীলীগ : উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর শোক ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, ভার্চুয়াল আলোচনা সভা, দুপুরে খাদ্য বিতরণ এবং মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ১৫ আগস্ট উদযাপন কমিটির আহŸায়ক রফিকুল ইসলাম মোল্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
এসময় আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, জগদিশ চন্দ্র সানা, বুদ্ধদেব সরকার, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শ্রমিক লীগ সভাপতি ঢালী শামসুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী, সাধারণ সম্পাদক বিকাশ কুমার মন্ডল, মহিলা লীগ সভানেত্রী তহমিনা রহিম, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা এস এম হোসেনুজামান হোসেন, ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুর রহমান তাজ, সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ।
আশাশুনি সরকারি কলেজ : কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মোখলেছুর রহমান, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ বাকী বিল্লাহ।
আশাশুনি মহিলা কলেজ : জাতীয় শোক দিবসে অধ্যক্ষ এস এম সাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা রাখেন, প্রভাষক প্রকাশ দাশ, আব্দুর রব, আল আমিন হোসেন, আকবর হোসেন, আবু জাফর, মুকুন্দ সরদার, সিরাজুল ইসলাম, দীপংকর বাছাড়, ইয়াহিয়া ইকবাল, সহকারী অধ্যাপক সেলিম দুর্রানি এবং রেহেনা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন রতন কুমার অধিকারী।
আশাশুনি সদর : যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিটের নেতৃত্বে আশাশুনি সদরের চৌমাথায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র্যালি, আলোচনা সভা, মসজিদে মিলাদ ও দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা এবং গণভোজের আয়োজন করা হয়। তাহমিদ হোসেন ডেভিটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ুন কবির সুমন। অনুষ্ঠানে যুবলীগ নেতা আনিছুর রহমান, স ম শাহীন রেজা, রফিকুল ইসলাম, বকুল হোসেন বাবু, লিটু, ছাত্রলীগ নেতা মঞ্জুরুল কবির মান্না, হুমায়ুন কবির রাসেল, সরকারি কলেজ নেতা তাজ, শোভন, শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা, বাবু, কাদের, তারিকুল, আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাজ্জাদুল হক কালু ও পরিচালনায় ছিলেন শিক্ষক আব্দুল আলিম। খাজরায় যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালন: খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবারবার (১৫ আগস্ট) সকাল থেকে খাজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান জালাল মোড়লের সভাপতিত্বে আনারুল ইসলামের সঞ্চলনায় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,খাজরা ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম (বাচ্ছু),ইউপি সদস্য অনুপ কুমার,বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল,সৈনিকলীগের ইউনিয়ন সভাপতি রিপন হোসেন,খাজরা ইউনিয়ন যুবলীগের আহŸায়ক সাইফুল ইসলাম, যুবলীগের ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। দিবসটি উপলক্ষে মাল্য দান, শোক র্যালি, কালো ব্যাচ ধারন,জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা, খতমে কোরআন তেলাওয়াত, দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশ গড়ার প্রত্যয় জানানো হয়।