নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে পরিবেশ দূষনকারি প্লাষ্টিকের চায়ের কাপ বর্জন করে মাটির কাপ প্রচলনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ইজাজ ইকবাল হিমেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
এসএম আমান উল্লার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ গোলাম কবির, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল।