নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাগদা চিংড়িতে পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ও পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা উপজেলার বড়দলের গোয়ালডাঙ্গা বাজারের শংকর মজুমদারের মাছের ডিপোতে এবং তেতুলিয়া ও কাদাকাটি বাজারের ভাই ভাই ফিস নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মজুমদার ফিশকে ৭ হাজার টাকা ও ভাই ভাই ফিশকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মাছে পুশ না করার জন্য সকলকেই সচেতন হওয়ার আহŸান জানান। তিনি বলেন, ‘এই মাছ আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। মাছের গুণগতমান ভালো না হলে বৈদেশিক ক্রেতাগণ আমাদের দেশের মাছ ক্রয় করবে না। যা আমাদের দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি’। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অফিস সহকারী মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য সহ বাজার কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।