নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নারীকণ্ঠ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
কিশোরী প্রজেক্ট’র আয়োজনে কর্মশালায় সংস্থাটির উপজেলা সুপারভাইজার মোজিফা খাতুনের সভাপতিত্বে ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মেহেদী হাসান, ইউপি সদস্য মতিয়ার রহমান, নজরুল ইসলাম নজু ও শিক্ষক তাপস চক্রবর্ত্তী।
কর্মশালায় সাংবাদিক, বিভিন্ন এনজিও কমী, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী, কিশোরী, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, প্রতিবন্ধীদের অভিভাবক ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।