নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাদক ও ডলার প্রতারণার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিষয়ক সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় কুল্যা ইউনিয়নের গুনাকারকাটি রুস্তম মার্কেটে এ সভার আয়োজন করে সামাজিক বন্ধন সংগঠন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনি. সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ইয়াছিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত হারুন চৌধুরি, সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
প্রধান অতিথি বলেন, কুল্যা ইউনিয়নের কিছু এলাকায় ডলার চক্রের কিছু লোক সাধারণ মানুষকে প্রতারিত করে চলেছে। তাদের ধরতে আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীদের আইনের আওতায় আসতেই হবে। ইউনিয়নের মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ডলার চক্রের সাথে জড়িত, বা তাদের মদদদাতাদের বলছি- অনেক হয়েছে এবার এসব অপরাধ কর্মকাÐ থেকে সরে এসে সুন্দর ও সুস্থ্য ধারায় ফিরে আসুন না হলে আমরাই অপরাধীদের ভাল হওয়ার পথ দেখাবো। তিনি অপরাধ চক্রের সাথে জড়িতরা যদি ভালো হয়ে যেতে চায় তাহলে তাদের আইন শৃংখলা বাহিনী সাহায্য করবে। সভায় প্রধান অতিথি অপরাধ চক্রের সাথে জড়িতদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশের সাহায্য করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এ দিন মাগরিবের নামাজের পরে মহাজনপুর বাবলুর মোড় নামক স্থানে অনুরুপ আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনিতে আইন শৃঙ্খলা বিষয়ক সচেতনতা মূলক মতবিনিময় সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/