আগস্ট ১১, ২০২০
আনুলিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বরের সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মির্জাপুর গ্রামের মৃত সামছুর রহমান সানার ছেলে ওই ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য মো. সাহাবুদ্দিন সানা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনি উপজেলার বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে আলমগীর আলম লিটন ২০১১ ও ২০১৬ সালে ৯নং আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে সাতক্ষীরা শহরের সুলতানপুরে গড়ে তুলেছেন আলিশান চারতলা বাড়ি। পাশেই কিনেছেন আরো একটি প্লট। অবৈধভাবে উপার্জিত অর্থ খরচ করে এলাকায় গড়ে তুলেছেন এক সন্ত্রাসী বাহিনী। ফলে তার এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ কিছু বললে তাকে মারপিট করার পাশাপাশি থানা পুলিশকে ম্যানেজ করে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। সে কারণে তার ভয়ে এলাকার মানুষ সব সময় ভীতসন্ত্রস্ত থাকে। এভাবে সরকারি বরাদ্দের টাকা আনুলিয়া ইউনিয়নের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ব্যয় না করে নিজে আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন চেয়ারম্যান লিটন। তিনি অভিযোগ করে বলেন, আমার ওয়ার্ডে আমার নামে প্রকল্প দেখিয়ে কাজ না করে টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন লিটন। এভাবে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আনুলিয়া ইউনিয়ন থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি জানার পর আমি নিজে বাদী হয়ে চেয়ারম্যান আলমগীর আলম লিটন ও তার উল্লেখিত সহযোগীদের নামে দুর্নীতি দমন আইনে সাতক্ষীরা সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি মামলা দায়ের করি। বিচারক আমার নালিশী বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন ঢাকায় প্রেরণ করেছেন। 8,958,439 total views, 14,189 views today |
|
|
|