জুলাই ১৬, ২০২০
সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশ: অসহায় নেছা বেগমের হাতে টিনসহ আর্থিক সহায়তা
নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের পর বৃদ্ধা নেছা বেগম তার জরাজীর্ণ ঘর সংস্কারের জন্য শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেউটিন ও নগদ অর্থ সহায়তা পেয়েছে। নেছা বেগম উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের গহর শেখের স্ত্রী। উল্লেখ্য বৃদ্ধা নেছা বেগমের স্বামী বা কোন পুত্র সন্তান নেই। একটি জরাজীর্ণ ঘরে বহু বছর ধরে রৌদ্র , বৃষ্টি, ঝড়, জলোচ্ছ¡াস উপেক্ষা করে বসবাস করে আসছিল। বিষয়টি সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সুন্দরবন অঞ্চল প্রতিনিধি মো. নূরুন্নবী ইসলাম ইমনের নজরে আসলে তিনি বৃদ্ধা নেছা বেগমের ঘর সংস্কারের জন্য পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এরপর বিষয়টি শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার আ,ন,ম আবুজার গিফারীর নজরে আসলে বৃদ্ধা নেছা বেগমের ঘর সংস্কারের জন্য সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রæতি জ্ঞাপন করেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেছা বেগমের ঘর সংস্কারের জন্য টেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। বৃদ্ধা নেছা বেগম ঘর সংস্কারের উপকরণ পেয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন, সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকা ও প্রতিবেদক নূরুন্নবী ইমনকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপনসহ সকলের জন্য দোয়া করেন। 8,953,080 total views, 8,830 views today |
|
|
|