জুলাই ২০, ২০২০
সাতক্ষীরায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি : জোর পূর্বক জমি দখল করতে না পেরে চাকুরিজীবী পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার মৃত আব্দুল মুজিদ এর ছেলে মো. মিজানুর রহমান। সোমবার দুপুরের সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উত্তর কুশখালী সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক মো. মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পরিবারের অধিকাংশই চাকুরিজীবী হওয়ায় প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ করার মত সময় সুযোগ কারো নেই। কিন্তু আমাদের প্রতিবেশী একই এলাকার মৃত. নুর ইসলামের পুত্র আবুল বাসার ও তার ভাইদের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছি। আনুমানিক ১৯৭৭ সালে দহাকুলা মৌজার চালতেতলা সংলগ্ন এলাকায় আমাদের পিতা সাড়ে ৮ শতক সম্পত্তি ক্রয় করেন। এরপর থেকে আমরা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি। এদিকে ১৯৮০ সালের দিকে আবুল বাসারের পিতা দানপত্র মূলে একই দাগে সম্পত্তি পান এবং সে সময় যে যার দখল বুঝে নিয়ে ভোগদখল করতে থাকেন। ইতোমধ্যে তাদের পিতা এবং আমাদের পিতাও মৃত্যু বরণ করেছেন। ভাগের সময় তাদের অংশে কবরস্থান ছিল। সেখানে তাদের পিতাকেও দাফন করা হয়। এর জের ধরে গত ১০/৭/২০২০ তারিখে আবুল বাসার, স্ত্রী সেলিনা খাতুন, ভাই জাহিদুল বাসার, খায়রুল বাসারের পুত্র আকাশ, খায়রুল বাসারের স্ত্রী রহিমা, কামাল বাসারের স্ত্রী রিজিয়া খাতুন গং দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলার করে। সে সময় আমার মাতা হালিমা খাতুন ও বোন সাবিনা খাতুনকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আমরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। সে দিন আমরা তাদের কোন মারপিট করিনি। অথচ উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করে যাচ্ছে তারা। আমরা ভ্যান চালক পরিবারকে হয়রানি করিনি। উল্টো তারা আমাদের মত চাকুরিজীবী পরিবারকে হয়রানি করে যাচ্ছেন। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। এমনকি হুমকি প্রদর্শন করে বলছেন, আমাদের চাকুরি খাবে। মিথ্যা মামলায় হয়রানি করবে ইত্যাদি। এবিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও তারা সে সালিশি মানতে নারাজ। এছাড়া আমাদের আত্মীয় সাতক্ষীরা গার্মেন্টসের মালিক শহিদুল ইসলাম সহযোগিতা করায় তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমরা চাকুরিজীবী পরিবার। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বরং তারাই আইন অমান্যকারী। একটি চাকুরিজীবী পরিবারকে হয়রানির চেষ্টাকারী আবুল বাসার গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। 8,953,881 total views, 9,631 views today |
|
|
|