নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের অনুমতি ছাড়াই জেলা বিএনপির নামে ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর সংবাদ ও তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় একটি ডায়েরি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান। যার নং- ১০৬৫, তাং- ২০.৭.২০২০। ডায়েরি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা বিএনপিকে বিতর্কিত করার জন্য অজ্ঞাত ব্যক্তিরা সাতক্ষীরা জেলা বিএনপি এবং জেলা বিএনপি সাতক্ষীরা নামে একাধিক ফেসবুক আইডি খুলেছে।
সেই আইডি থেকে বিভিন্ন বিভ্রান্তিকর সংবাদ, অসত্য তথ্য ও ছবি প্রচারের মাধ্যমে জেলা বিএনপির ভাবমূর্তিকে ক্ষুন্ন ও ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ কর্মকান্ডে জেলা বিএনপি দায়ী নয়। এতে জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি নামে কোন ফেসবুক আইডি নেই। যে সব অজ্ঞাত ব্যক্তিরা সাতক্ষীরা জেলা বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য মানহানিকর ছবি ও সংবাদ প্রচার অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।