প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা মন্দির সমিতির আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, রঘুজিৎ গুহ, নিত্যনন্দ আমীন, প্রভাষক বাসুদেব সিংহ, অধ্যক্ষ শীবপদ গাইন, জিতেন্দ্র নাথ ঘোষ, বিকাশ চন্দ্র দাশ, অসীম কুমার দাস, প্রাণ নাথ দাশ, নারায়ণ চন্দ্র, রণজিৎ দাশ, মিলন রায়, জয়দেব রায়, সুজন বিশ্বাস প্রমুখ। এসময় করোনা আক্রান্ত জনপ্রতিনিধিদের আশু রোগমুক্তি কামনা করা হয়।