জুলাই ৭, ২০২০
শ্যামনগরে সরকারি খাস জমি ও খাস খাল উদ্ধারের দাবি
শ্যামনগর অফিস : শ্যামনগরের কৈখালীতে সরকারি খাস জমি ও খাস খাল উদ্ধারের দাবি জানিয়ে ইউএনও বরাবরে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন পূর্ব কৈখালী গ্রামের মৃত রুস্তম গাজীর পুত্র ইসমাইল হোসেন গাজী। অভিযোগ সূত্রে প্রকাশ, কৈখালী মৌজার ১ নং খাস খতিয়ানে ৩ একর খাস জমির শ্রেণি পরিবর্তন করে বসত বাড়ি নির্মাণ, পুকুর খনন করে বসবাস করায় কৃষি জমি ফসলাদি ধ্বংস হচ্ছে। বৈশখালী গ্রামের মতিয়ার রহমান, সালাউদ্দীন ঢালী, আফছারুল ওরফে খোকন ঢালী, সফি ঢালী ও জুলফিকার ঢালী পৃথক পৃথকভাবে বসত বাড়ি তৈরি, পুকুর খনন, ভিটা প্রস্তুত করায় সরকারী বিলান ধান্য চাষ যোগ্য খাস জমি আকৃতি নষ্ট করেছে। ফলে জনসাধারণের আবাদি ফসল ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হচ্ছে। করোনা ভাইরাসের ক্লান্তি সময়ে কৈখালী ভূমি অফিসের কর্মকর্তা নিষেধ করা সত্তে¡ও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এ ব্যাপারে সরকারী জমিতে বসত ভিটা উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 8,953,829 total views, 9,579 views today |
|
|
|