জুলাই ৪, ২০২০
রমজাননগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী ঠাকুরঘেরীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মৃত কওছার মাস্টারের ছেলে মো. আলম হোসেন কালিঞ্চী খাস খালের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছেন। স্থানীয়দের আলোচনার মুখে তিনি তড়িঘড়ি করে পাকা দোকান ঘরের কাজ শেষ করতে ব্যস্ত আছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় পাকা স্থাপনা করতে নিষেধ করতেই কারও কথায় কর্ণপাত না করে কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন বলে জানায় স্থানীয়রা। এ বিষয়ে পাকা দোকান ঘর নির্মাণকারী আলম বলেন, ‘আমার মেজ ভাই আমাকে এ জায়গায় দোকান ঘর করতে বলেছে তাই আমি দোকান ঘর করছি’। এ বিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা বলেন, ‘জায়গাটি যদি পানি উন্নয়ন বোর্ডের হয়ে থাকে তাহলে উচ্ছেদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’। 8,951,333 total views, 7,083 views today |
|
|
|