জুলাই ২৪, ২০২০
বিদ্যুতের আলোয় আলোকিত হলো মুন্সীগঞ্জের তিনটি গ্রাম
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে তিন গ্রামের ৭শ’ ৫০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রাম হবে শহর’ এরই বাস্তবায়নে সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের একান্ত প্রচেষ্টায় এবং শ্যামনগর পল্লী বিদ্যুৎ সমিতি সাব জোনাল অফিসের এ জিএম মধুসূদন রায়ের সহযোগিতায় শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১ টায় এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। ইউনিয়নের মুন্সীগঞ্জ, উত্তর কদমতলা, সেন্ট্রাল কালিনগর, পূর্ব কালিনগর ও কুলতলী গ্রামে ৮ কিলোমিটার বিদ্যুৎ লাইনে ৭শ’ ৫০টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। মুন্সিগঞ্জে বিদ্যুৎ অফিস অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেনের পরিচালনায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কালে মুন্সিগঞ্জ ইউপি সদস্য ফজলুল রহমান, অচিন্ত্য কুমার মন্ডল, আব্দুল মাজেদ গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,957,168 total views, 12,918 views today |
|
|
|