জুলাই ১, ২০২০
নীলডুমুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত দোকান মেরামতের নামে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারে আম্পানে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের নামে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ১০ থেকে ১২ টি অবৈধ পাকা স্থাপনা নির্মাণ কাজ চলছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন। ব্যবসায়ীরা জানান, পানি উন্নয়ন বোর্ডের দেওয়া নিষেধাজ্ঞার নোটিসকে তোয়াক্কা না করে কয়েকদিন ধরে পাকা স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আ: গনি বলেন, ‘আমি স্থাপনাকারীদের অনেক ভাবে অনুরোধ করেছিলাম কিন্তু বিষয়টি মোটেও আমলে নেয়নি তারা’। শ্যামনগর উপজেলা (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী শাহানাজ পারভীন বলেন, ‘যারা অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন তাদেরকে নোটিস দেওয়া হয়েছে। তারপরও আইন অমান্য করে যদি ঘর নির্মাণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’। 8,951,144 total views, 6,894 views today |
|
|
|