জুলাই ২১, ২০২০
নিষেধাজ্ঞা অমান্য করে বনে বিচরণ দুই জেলে আটক
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সরকারিভাবে দুই মাস প্রজননের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকা সত্তে¡ও বন বিভাগকে ফাঁকি দিয়ে কিছু অসাধু জেলে দীর্ঘদিন ধরে মাছ কাঁকড়া ধরে আসছে। বন বিভাগের টহল কম থাকায় এ ধরনের সুবিধা পাচ্ছে জেলেরা এমনটাই ধারণা সাধারণ মানুষের। সুন্দরবনে অভিযান করলেই মেলে সফলতা তেমনই একটি অভিযানে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি খালে মাছ ধরার কাজে ব্যবহৃত মালামালসহ দুই জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের একটি টহল দল। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬ টায় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহমদের নেতৃত্বে একটি টহল দল দুই জেলেকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১ টি নৌকা, মাছ ও জাল সহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করে। আটক দুই জেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে রবিউল সরদারের ছেলে আলমগীর সরদার ও ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে মামুন জোয়াদ্দার। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এসিএফ এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুন্দরবনে নদী-খালে মাছের প্রজনন মৌসুমে বেআইনিভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে’। 8,958,085 total views, 13,835 views today |
|
|
|