জুলাই ১৮, ২০২০
নলতায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতায় প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় নলতায় সিডিডি ও উদয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম জে এফ) এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম জে এফ) এর নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি সংস্থার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ২৪ জন প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাবার, হেয়ারিং এইড, স্টান্ডিং ফ্রেম, ওয়াকার, হুইল চেয়ার ও চশমা বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন। এ সময় প্রতিবন্ধীদের অভিভাবকবৃন্দ ও মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম জে এফ) এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডি এফ ই মো. জালাল উদ্দিন। 8,953,091 total views, 8,841 views today |
|
|
|