জুলাই ২৭, ২০২০
তালায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ প্রদান
তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিলনগর, তেঁতুলিয়া ও সদর ইউনিয়নের সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ ২ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেছে বে-সরকারি সংস্থা উত্তরণ। সোমবার (২৭ জুলাই) দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইক্লোন আম্পান রেসপন্স-২০২০ প্রোজেক্ট এর আওতায় ঘর মেরামতের জন্য শর্তবিহীন উক্ত অর্থ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্থ বিতরণ অনুষ্ঠানে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি অসীম কর্মকার, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, উত্তণের হেদায়েতউল্লাহ মুকুল, মো. রুসায়েদ উল্লাহ, নাজমা আক্তার, মো. মনিরুজ্জামান ও আছের আলীসহ উপকার-ভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের ঘর মেরামতের জন্য প্রত্যেকের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ৩০ জন নারী ও ২৮ জন পুরুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়। 8,611,617 total views, 3,274 views today |
|
|
|