খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ওই ব্যক্তির বাড়ি লক ডাউন করা হয়েছে। এই নিয়ে খাজরায় দুই জন করোনায় আক্রান্ত হলো। নতুন আক্রান্ত ব্যক্তির নাম হিরণ¥য় মন্ডল (৪০)। সে খাজরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও চাঁদখালী কলেজের অর্থনীতি বিষয়ের শিক্ষক। আশাশুনি উপজেলা প্রশাসন তার বাড়ি লক ডাউন করেছে।
এ সময় খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জালাল মোড়ল উপস্থিত ছিলেন।
এছাড়া লকডাউনে থাকাকালীন সময়ে যাতে খাদ্য সামগ্রীর সমস্যা না হয় সে জন্য লকডাউনকৃত পরিবারটিকে চাল, ডাল, তেল, ফলমূলসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানিয়েছেন।
উল্লেখ্য এর আগে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা এলাকার সঞ্জয় গাইন নামে একজন করোনা শনাক্ত হয়েছিল।