জুলাই ১৪, ২০২০
কৃষ্ণনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় পরিষদ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেলের দিক নির্দেশনায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ইউপি চেয়ারম্যান প্রতিনিধি জাতীয় পার্টির নেত্রী ও চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, করোনা এক্সপার্ট টিমের এডমিন ও কো-অর্ডিনেটর সেলিম সাহরিয়ার। এ সময় করোনা এক্সপার্ট টিমের উপজেলা সদস্য আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, ইউপি সদস্য জবেদ আলী, আফসার আলী, নুরুল হক, রাশেদা খলিল ও কৃষ্ণনগর ইউপির করোনা এক্সপার্ট টিমের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণনগর ইউপির করোনা এক্সপার্ট টিমের টিম লিডার ডা. সালাউদ্দিন। 8,952,867 total views, 8,617 views today |
|
|
|