জুলাই ৫, ২০২০
কলারোয়ায় নাইটগার্ড বকুলের সরকারি গাছ হজম
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গাছ কাটার ঘটনা ঘটে। বিদ্যালয়ের নৈশ প্রহরী আলমগীর কবীর বকুল কর্তৃপক্ষের অনুমোতি না নিয়েই গাছগুলো কেটেছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার (৩ জুলাই) সকালে ২টি মেহগনি কাছ কেটে বাড়িতে নিয়ে গেছে ওই নাইটগার্ড। স্থানীয়রা জানান, ‘নাইটগার্ড আলমগীর কবির বকুল এর আগেও কয়েকটা গাছ কেটে নেয়’। এ বিষয়ে নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, ‘আমি এ সম্পর্কে কিছু জানি না’। বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত। সে একজন নাইটগার্ড হয়ে কীভাবে কাউকে না জানিয়ে সরকারি গাছ কাটে’। বিদ্যালয়ের সভাপতি মাস্টার আব্দুর রউফ বলেন, ‘বকুল কীভাবে কাউকে জিজ্ঞাসা না করে গাছ কেটেছে নিয়ম অনুযায়ী আমরা এর ব্যবস্থা গ্রহণ করব’। নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগে প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আমার খোঁজখবর নিয়ে দেখছি। বিষয়টি তদন্ত পূর্বক যে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে জানানো হবে’। এ ঘটনায় অভিযুক্ত নাইটগার্ড আলমগীর কবির বকুল গাছ কাটার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। 8,641,361 total views, 6,360 views today |
|
|
|