জুলাই ১৫, ২০২০
অনির্বাণ ইয়াং ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তীতে জেলার উপক‚লবর্তী মানুষের স্বাস্থ্য সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’। বুধবার (১৫ জুলাই) সকাল ৯ টা থেকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খাসকাটা যুব সংঘ ক্লাবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘আমরা অনির্বাণ পরিবার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে অসহায় রোগীদের রক্ত সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করি। দেশে করোনা ভাইরাসের আগমনের সাথে সাথে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট, সাবান, জীবাণু নাশক, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। রমজান মাসে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী, ঈদের সময় ২শ’ ১৬টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বিগত ৪ জুলাই আমরা প্রতাপনগর ইউনিয়নে প্রথম মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করি। সেখানে আমরা ১শ’ ৩০জন রোগীকে সেবা প্রদান করেছি। আজকেও ১শ’ ৬০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছি’। এ সময় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি মো. রবিউল ইসলাম, মেডিকেল ক্যাম্পের উপদেষ্টা গোলাম রব্বানি, সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, প্রচার সম্পাদক আশিক জামান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, মো. মুজাহিদ ও সিডিও ইয়ুথ টিমের বুড়িগোয়ালিনী ইউনিয়নের সদস্য ফজলুল রহমান প্রমুখ। 8,958,927 total views, 14,677 views today |
|
|
|