জুলাই ১৬, ২০২০
প্রতারক সাহেদসহ তিন জনের বিরুদ্ধে র্যাবের মামলা দায়ের
নিজস্ব প্রতিনিধি : করোনার নামে প্রতারণা করে দেশ ত্যাগের পূর্বে সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ প্রতারক সাহেদ র্যাবের হাতে আটক হয়। এ ব্যাপারে দেবহাটা থানায় র্যাব কর্তৃক সাহেদসহ ৩জনের বিরূদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সিপিসি-১ র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় বুধবার (১৫ জুলাই) এ মামলা দায়ের করেন। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ ধারা এবং তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(এ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামি করা হয়েছে পলাশপোল, সাতক্ষীরা এবং ঢাকার ঠিকানার বনানীর মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শাহেদ(৪৫), দ্বিতীয় আসামি গ্রাম ও পিতা অজ্ঞাত বাচ্চু মাঝি এবং আরো একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে দেখা গেছে যে স্থানে সাহেদ গ্রেফতার হয়, ওর পাশে বাচ্চু মাঝির একটি নৌকা বাঁধা ছিল। আর সাহেদের ভাষ্য অনুযায়ী মামলাটিতে দ্বিতীয় আসামি করা হয় বাচ্চু মাঝিকে। কিন্তু ওই নৌকাটির পূর্বের মালিক ছিলেন বাচ্চু মাঝি। যার প্রকৃত নাম সনৎ কুমার মন্ডল। ডাক নাম বাচ্চু মাঝি। তিনি ২০১৯ সালের অক্টোবর মাসের ২৭ তারিখে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই নৌকাটি বাচ্চু মাঝির ছেলে মাছ ধরার কাজে ব্যবহার করেন বলে স্থানীয়রা জানায়। নিহত বাচ্চু মাঝির ছেলে সুব্রত জানায়, ‘ঘটনার দিন প্রতিদিনের ন্যায় মাছ ধরে ভোর ৪ টার দিকে বাড়িতে আসেন। এরপর পাতনার বিল এলাকায় মাছ ধরার জন্য যান তিনি। বাড়িতে ফিরে সাহেদ আটকের বিষয়ে জানতে পারেন’। তবে নৌকায় সাহেদকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বা কোন কিছু ছিল না বলে জানিয়েছেন সুব্রত। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘র্যাবের দায়ের করা মামলাটি তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে’। তিনি আরও জানান, ‘অতি দ্রæত সময়ে আমরা প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় আনার কাজ করছি’। 8,022,420 total views, 2,044 views today |
|
|
|