নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দিনের মতো অনলাইনে গণশুনানি গ্রহণ করে ১৮ জনের সমস্যা সমাধানে দ্রæততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বুধবার বেলা ১১টা ভার্চুয়াল প্লাটফর্ম জুম এর মাধ্যমে জেলা প্রশাসক এই গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে সাতক্ষীরা সদর উপজেলার ৩ জন, আশাশুনি উপজেলার ৩ জন, কলারোয়া উপজেলার ২ জন, তালা উপজেলার ৩ জন, দেবহাটা উপজেলার ৩ জন, কালিগঞ্জ উপজেলার ২ জন ও শ্যামনগর উপজেলার ২ জনসহ মোট ১৮ জন জেলা প্রশাসকের সামনে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক শুনানিতে অংশগ্রহণকারী উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডদের সাধারণ মানুষের এসব সমস্যা সমাধানের জন্য দ্রæততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে সরাসরি সাক্ষাতকারের ভিত্তিতে গণশুনানি গ্রহণের পরিবর্তে জেলা প্রশাসন অনলাইনে গণশুনানি গ্রহণের উদ্যোগ নেয়। যা প্রতি বুধবার চলবে।