Site icon suprovatsatkhira.com

সেনা বাহিনী নির্মাণ করল গৃহহীন ময়না বিবির নতুন ঘর

রমিজুল ইসলাম : বাংলাদেশ সেনা বাহিনীর সার্বিক তত্ত¡াবধানে শহরের কামালনগর এলাকার গৃহহীন ময়না বিবির ঘর নির্মাণ করে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে নব নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন যশোর সেনা নিবাসের ‘৯ ইস্ট বেঙ্গল’ কর্মকর্তাবৃন্দ।

স্থানীয়রা জানায়, সাতক্ষীরা কামালনগর দক্ষিণপাড়ার ময়না বিবি দীর্ঘদিন যাবৎ গৃহহীন অবস্থায় এখানে সেখানে রাত কাটাত। এলাকাবাসীর মাধ্যমে স্থানীয় ছাত্র নেতা ইমামুল ইসলাম ইমামকে জানালে ওই ছাত্র নেতা বিষয়টি ‘৯ ইষ্ট বেঙ্গল যশোর’ সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। পরে ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যদের চার দিনের অক্লান্ত পরিশ্রমে ৩৮ হাজার ৭ শ’ টাকা ব্যয়ে ময়না বিবির ঘরটি নির্মাণ করা হয়।

মঙ্গলবার সকালে ঘরের কাজ শেষ করে ময়না বিবির হাতে ঘরের চাবি তুলে দেন সেনা সদস্যরা। এ সময় ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, সার্জেন্ট আরসাদ শেখ, সেনা সদস্য আতাউর রহমান, ইমাম গ্রæপের চেয়ারম্যান ইমামুল ইসলাম (ইমাম), মনিরুজ্জামান মনি, আল ইকরাম সজিব, শফিকুল ইসলাম বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version