নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব উদ্যোগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে দীর্ঘদিন ধরে ভোগান্তীতে থাকা কর্দমাক্ত রাস্তার সকল পয়েন্টে চলাচলের জন্য সিসি ঢালাই করা হয়।
মেসার্স আল্লারদান ভান্ডারর প্রোপ্রাইটর সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জবেদ আলী’র ঐকান্তিক প্রচেষ্টায় ও ব্যবসায়ীদের সকলের সহযোগিতায় প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এই সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এর ফলে বৃষ্টিতে চলাচলের রাস্তা আর কাদা হবে না।
সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক মো. রওশন আলী, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক মেম্বর মো. আব্দুর রহিম বাবু, শহিদুল ইসলাম, মুদি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান মুকুল প্রমুখ। এসময় শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।