Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষ বিতরণ করা হয়েছে। সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহযোগিতায় মঙ্গলবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের সার্কিট হাউজ মোড়ে সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণি পেশার দুই শ’ ব্যক্তির মাঝে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়। সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশ, অর্থ সম্পাদক মো. শাহজাহান আলী, তথ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি, দৈনিক নওয়াপাড়ার শেখ শিমুল হোসেন, সাংবাদিক আমিরুল ইসলাম, হাসানুজ্জামান, রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষ বিতরণ শেষে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে মাসিক আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version