Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে ও বাজারে ছবি সহ সাইনবোর্ড বসাবে পুলিশ

মীর খায়রুল আলম : বাংলাদেশকে মাদক মুক্ত ঘোষণা দেবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আর সেই লক্ষে মাদকে জিরো টলারেন্স আনতে কাজ করে যাচ্ছে পুলিশ। মাদক মুক্ত সমাজ গড়তে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক কারবারের সাথে জড়িত তাদের বাড়ির সামনে, হাট-বাজার, বিভিন্ন মোড়ে তাদের নাম ছবি দিয়ে সাইনবোর্ড স্থাপন করা হবে যাতে সবাই জানতে পারে কারা দেশ ও জাতির শত্রæ। মাদকের ছোবলে পুরো দেশ ধ্বংস করে দিতে পারে। সেজন্য আগামী প্রজন্মের জন্য মাদক মুক্ত সমাজ গড়া একান্ত জরুরী। একই সাথে মাদক সহ অন্যান্য অপরাধের সাথে জড়িতদের নাম জন সম্মুখে প্রকাশ করা হবে। যাতে সমাজ তাকে ঘৃণা করে। সবাই তার থেকে দুরে সরে আসে। সে জন্য এমন উদ্যোগ নেওয়া হবে। এটি বাস্তবায়ন করার জন্য যত বাধা আসুক তা প্রতিহত করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। রবিবার সকাল ১০টা থেকে উপজেলার কুলিয়া হতে শুরু হয়ে একযোগে ৫টি ইউনিয়নে উদ্বোধন করা হয় বিট পুলিশিং কার্যালয়। বর্তমান আইজিপি’র নির্দেশে দেশের সকল ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে ৫টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে এ কার্যালয়ের উদ্বোধন হয়। উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী। তিনি আরো বলেন, এই বিট পুলিশিং কার্যালয় থেকে মানুষ সহজে সেবা নিতে পারবে। তাদের সমস্যা নিয়ে এখানে অভিযোগ জানাতে পারবে। এতে করে তাদের সময় নষ্ট কম হবে। সাথে সাথে অল্প সময়ে সেবা পেয়ে উপকৃত হবে। অপরাধীদের সহজে আইনের আওতায় আনা যাবে। প্রধান মন্ত্রীর উন্নত দেশ গড়তে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ পুলিশের কাজে সহযোগিতা করলে মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা সহ সকল অপরাধ সহজে দমন করা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। স্ব স্ব ইউনিয়নের অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ ইসলাম, এসআই আবু হানিফ, এসআই হুমায়ন কবির, এসআই প্রবীর কুমার, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version