Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় নতুন করে সাংবাদিক পুলিশসহ ৩২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ মোট ৩২ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৪২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে মঙ্গলবার দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলা থেকে আজ পর্যন্ত মোট ২ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ৬৬৯ জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৪২৩ জন করোনা পজিটিভি ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি আরো জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ইতিমধ্যে লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।

এদিকে সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৮৮৭ জনের নমুনা পাঠানো হয়েছে। ২১২৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত ৪২২ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ১৬৮ জন সুস্থ হয়েছেন, ৮ জন মারা গেছেন, ২৩০ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং ১৬ জন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন। জেলায় মোট ২৪৬ জন আইসোলেসনে আছেন।
মোবাইল কোর্টের তথ্য: করোনা ভাইরাস প্রতিরোধে জেলাব্যাপী সচেতনতামূলক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্টে সর্বশেষ ৫ টি অভিযানে ১৮ টি মামলায় ৩১,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা প্রতিরোধে এখন পর্যন্ত ৪১০০ টিরও অধিক মামলায় ৪৫ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
গণ-শুনানি : বুধবার সকাল ১১ টা থেকে জেলা প্রশাসক, সাতক্ষীরা অনলাইন গণ-শুনানি করবেন। অনলাইন গণ-শুনানি জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। গণ-শুনানিতে সাতক্ষীরা সদর উপজেলার ৪ জন, আশাশুনি উপজেলার ৩ জন, কলারোয়া উপজেলার ৫ জন, তালা উপজেলার ৩ জন, দেবহাটা উপজেলার ৩ জন, কালিগঞ্জ উপজেলার ২ জন, শ্যামনগর উপজেলার ২ জন সহ মোট ২৮ জন অনলাইন গণ-শুনানিতে অংশগ্রহণ করবেন। জেলা প্রশাসক তাঁদের সমস্যা, সম্ভাবনার কথা শুনবেন এবং সমাধান করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version