Site icon suprovatsatkhira.com

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে শিক্ষাগুরু সন্তোষ কুমার মাঝি

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সন্তোষ কুমার মাঝি(৬৯)। শুক্রবার (১০ জুলাই) সকাল সোয়া ৭ টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৫ দিন ধরে তার শারীরিক অবস্থা আরো বেশি খারাপের দিকে যায় এবং সুগার লেভেল সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। শিক্ষাজীবন শেষ হতেই তিনি কলবাড়ির নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

দীর্ঘ চাকরি জীবনে নিজ যোগ্যতায় উক্ত স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে তিনি অবসরে যান। সকালে তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলের প্রিয় শিক্ষককে শেষ বারের মতো দেখার জন্য বাড়িতে আসতে থাকে ছাত্র, প্রাক্তন ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আত্মীয়স্বজনসহ সব শ্রেণি-পেশার মানুষরা। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র-কন্যা নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সালাউদ্দিন আল গালিব বলেন, ‘স্যারের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। এটা পুষিয়ে ওঠার নয়। আমি স্যারের আত্মার মাগফিরাত কামনা করি’। বেসরকারি উন্নয়ন সংস্থা শামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা বলেন, ‘স্যার আমার কাছে কি ছিল এটা বলে বোঝানোর নয়। তিনি মারা যাওয়ায় আমি আমার অভিভাবক হারিয়ে ফেলেছি’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version