নিজস্ব প্রতিনিধি : ‘মুজিববর্ষের আহŸান, লাগাই গাছ বাড়াই বন’ এই ¯েøাগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি গাছ লাগানোর কর্মসূচীর অংশ হিসেবে শ্যামনগরে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় শ্যামনগরে সামাজিক বনায়নের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, উপ-প্রকৌশলী শহিদুল ইসলাম, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিয়ার রহমান হবি, সামাজিক বনায়নের পিরামিন ইসহাক সহ অনেকে।