শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সুপেয় পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদের সহযোগিতায় (এডিপি) অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব পানির ট্যাংক বিতরণ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শোমসের আলী ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ূব ডলি, অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম। এ সময় ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/