জুলাই ২৯, ২০২০
শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় কুশখালীতে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সাতক্ষীরা সদরের সীমান্ত ইউনিয়ন কুশখালীতে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনসিডিন বাংলাদেশের আয়োজনে বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব মো. কবিরুল ইসলাম, সদস্য মো. মনিরুল ইসলাম, মো. মতলেবুর রহমান টুটুল, মনজুরা খানম ইতি, মো. সাইফুদ্দিন পলাশ, বিবাহ ও তালাক রেজিস্টার মো. আনিছুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিকুর রহমান, ইউডিসি পরিচালক সাইফুজ্জামান শাহীন ও সিডবিøউসিএস লিয়াজো অফিসার মো. রুহুল আমীন। এসময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যগণ। বক্তারা বলেন, দারিদ্র্যতার কারণে বিদেশ গিয়েও পাচার ও নির্যাতনের শিকারদের দ্রæত উদ্ধার ও বিনা মূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে, শিশু পাচার প্রতিরোধ করতে হলে সবার আগে বাল্য বিবাহ বন্ধ করতে হবে কারণ এটি একটি আন্তঃ পাচার। ইন্টারনেটে মিথ্যা তথ্য নিয়ে প্রলোভন দেখিয়ে শিশুদের পাচার করে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে হবে। কন্যা শিশুদের সুরক্ষা করতে হলে ভুয়া বিবাহ রেজিস্ট্রি ও নোটারি পাবলিক বন্ধ করতে হবে। বাল্যবিবাহ আইনত ফৌজদারি অপরাধ তাই এর স্বপক্ষে সুবিধা দেওয়া বন্ধ করতে হবে, পাচার শিকার ভিকটিম ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। শিশুদের জন্য আলাদ বাজেট রাখতে হবে সর্বোপরি জনসচেতনতা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন ইনসিডিন বাংলাদেশ সাতক্ষীরার প্রতিনিধি মো. সাকিবুর রহমান। 8,954,675 total views, 10,425 views today |
|
|
|