প্রেস বিজ্ঞপ্তি : শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসন এবং কোভিড-১৯ শীর্ষক সচেতনতা বিষয়ে শিক্ষক এসএমসি, সামাজিক গণ্যমান্য ব্যক্তি, কাজী ও স্থানীয় নির্বাচিত সদস্যদের নিয়ে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনসিডিন বাংলাদেশে সাতক্ষীরার আয়োজনে রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রোফেসর মোজাম্মেল হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাশীষ সরদার। বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলার শফিক উদ দৌলা সাগর। এসময় বক্তব্য রাখেন হাফেজ ক্বারী ফিরোজ আহমদ, পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আলাউদ্দীন প্রিন্স প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ সাতক্ষীরার প্রতিনিধি মো. সাকিবুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত। এ সময় স্কুল শিক্ষক, কাজী, ম্যারেজ রেজিস্ট্রির, ইমাম, আইনজীবী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশু পাচার প্রতিরোধ করতে হলে সবার আগে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। অনেকে ফেইসবুকে মিথ্যা তথ্য নিয়ে প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে অভিভাবক এবং প্রশাসনকে নজর দিতে হবে। সমাজে শিক্ষক, ইমাম এবং কাজীদের ব্যাপক ভূমিকা আছে তারা মানুষকে সচেতন করতে পারেন। বাল্য বিবাহ সম্পর্কে প্রতিটি ছেলে এবং মেয়ের পাশাপাশি বাবা-মাকেও সচেতন করতে হবে তাহলে শিশু এবং মানব পাচার দিন দিন কমে আসবে।
শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে মতবিনিময় সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/