জুলাই ৪, ২০২০
শিক্ষা ক্যাডারে ৩৮ তম বিসিএসে আশাশুনির সুমন ঘোষ
নিজস্ব প্রতিনিধি : টিউশনি করে অদম্য মেধায় ৩৮ তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আশাশুনির কুল্যা ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের রতন ঘোষ ও মালতি রাণী ঘোষের কৃতি সন্তান সুমন ঘোষ। সুমনের বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। অসুস্থ হয়ে চিকিৎসার জন্য তিনি ভারতে গেলে সেখানে বহু টাকা ব্যয় হওয়ার পর থেকে সংসারে অভাব অনটন লেগেই ছিল। কিন্তু কোন প্রতিবন্ধকতাই সুমনকে দমাতে পারেনি। এক সময় লেখাপড়া বন্ধের উপক্রম হলে সুমন ‘টিউশনি’ শুরু করেন। এভাবে অভাবের মধ্যেই তিনি তার কাঙ্খিত লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন। সুমন ঘোষ ২০০৭ সালে আগরদাঁড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল থেকে জিপিএ-৪.৬০ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা সরকারি কলেজের ২০১০-১১ শিক্ষাবর্ষে ইংলিশে অনার্স ভর্তি হন। ২০১৬ সালে অনার্স ও ২০১৯ সালে ঢাকা কলেজ থেকে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। অসহায়ত্বের দিন গুলোর কথা তুলে ধরে সুমন ঘোষ বলেন, অভাবের মধ্যেই বেড়ে উঠেছি। মাস্টার্স শেষ করার পর বিভিন্ন স্থানে চাকরির পরীক্ষা দিয়েছি। বার বার ব্যর্থ হয়েছি। তবে আমি স্বপ্ন দেখতাম বিসিএস ক্যাডার হব। ২০১৭ সালে ৩৮তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষা দিয়েই বুঝেছিলাম আমার নাম আসবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অবশেষে শিক্ষা ক্যাডারে আমার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি আরো বলেন, পরিশ্রম করলে সব সম্ভব। আমি চেষ্টা করেই আজ সফল হয়েছি। স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুব খুশি। এখন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর আসা রাষ্ট্রের সরকারি দায়িত্ব পালন করতে চাই। সেজন্য সবার কাছে দোয়া চাই। ঠাকুর দাদা গণেশ ঘোষ ও বাবা-মাসহ পরিবারের লোকজন সুমনের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। 8,961,608 total views, 17,358 views today |
|
|
|