নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রæতার জের ধরে সদর উপজেলার শাল্যে এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতার জের ধরে ২৮ জুলাই বিকালে শ্যালে গ্রামের মৃত. আমিন উদ্দীন সানার পুত্র নূরুল হুদা, নুরুল হুদার পুত্র সাগর সানা ও সাজ্জাদ সানার পুত্র জুলফিকার একই এলাকার মৃত আকরাম সরদারের পুত্র ইবাদুল ইসলাম কে বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় ভুক্তভোগী ইবাদুল ইসলামের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সে সময় তারা ইবাদুল কে খুন জখমের হুমকিও প্রদর্শন করে উল্লেখিত হামলাকারীরা। হামলায় আহত ইবাদুল ইসলাম হামলাকারীদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, উল্লেখিত ব্যক্তিরা বিগত ২০১৩-১৪ সালে নাশকতাসহ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলও। তারা আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন।