Site icon suprovatsatkhira.com

শতভাগ বিদ্যুতায়নের লক্ষে বুড়িগোয়ালিনীতে উঠান বৈঠক

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : মুজিব শত বর্ষে শত-ভাগ পরিবারকে হয়রানি ও ঘুষমুক্ত বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) ইউনিয়নের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ১শ’ ৫০টি পরিবারের আবেদন গ্রহণ করা হয়। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মধুসূদন রায়।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর সাব জোনাল অফিসের ওয়ারিং ইন্সপেক্টর পবন কুমার মন্ডল, মো. জাকির হোসেন, ইনচার্জ মুন্সিগঞ্জ অভিযোগ কেন্দ্র। এছাড়া জেহের আলী, আশরাফুল ইসলাম, ইদ্রিস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version