নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে মোবাইল টাওয়ার স্থাপন বন্ধের দাবি করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক ও মোবাইল টাওয়ার কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাজ বন্ধ রাখার কথা বলেন। তবে কোন প্রকার তোয়াক্কা না করে মোবাইল টাওয়ার স্থাপনের কাজ বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লাবসা ইউনিয়নের ৬ং ওয়ার্ডের থানাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় ফিরোজ হোসেনের পুরাতন ভবনের ২য় তলায় বিম বসিয়ে তৃতীয় তলায় নিয়ম বহির্ভূতভাবে মোবাইল টাওয়ার স্থাপনের কাজ শুরু করেছে। এছাড়া ফিরোজ হোসেনের বাড়িটি কোন বিল্ডিং কোড বা প্লান পাস না করেই নির্মাণ করা হয়। মোবাইল টাওয়ার স্থাপনায় পার্শ্ববর্তী পাকা, আধা পাকা এবং টালির শেডসহ ২৫টি পরিবার প্রাণহানির আতঙ্কে জীবনযাপন করছে। জনবহুল এলাকায় মোবাইল টাওয়ারের বিরূপ প্রভাবে জনজীবন হুমকির মুখে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রবি টেলিকমের মোবাইল টাওয়ারটি স্থাপনা বন্ধের দাবি জানিয়েছে সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
লাবসায় ঝুঁকিপূর্ণভাবে মোবাইল টাওয়ার স্থাপনা বন্ধের দাবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/