Site icon suprovatsatkhira.com

লাঙ্গলঝাড়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোর-গোড়ায় পৌঁছে দিতে কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল গীয়াস।

প্রধান অতিথির বক্তব্যে জনগণের দোর-গোড়ায় পুলিশি সেবা কীভাবে পৌঁছানো যায় সে বিষয়ে আলোকপাত করেন তিনি। তিনি বলেন, পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে কোন প্রকার হয়রানি, দুর্নীতি বা উৎকোচ প্রদান করা যাবে না। যদি কেউ এ ধরনের কার্যকলাপ করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিট পুলিশিং এর দায়িত্ব পেয়েছেন ও এস আই মো. ফারুক হোসেন, এ এস আই বিল্লাল হোসেন ও এ এস আই তরুণ কুমার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হামিদ, আজিবার হোসেন, মফিজুল ইসলাম, আব্দুর মল্লিক, আব্দুর বারিক, সাংবাদিক শফি গাজী, সাংবাদিক তরিকুল ইসলাম তারেক, সাংবাদিক রাজু রায়হান, ইউপি সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এসআই ফারুক হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version