Site icon suprovatsatkhira.com

র‌্যাবের পক্ষ থেকে আত্মসমর্পণকৃত বনদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেসক্লাব চত্বরে র‌্যাব-৮ বরিশালের পক্ষ থেকে সুন্দরবনে আত্মসমর্পণকৃত বনদস্যুদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে নগদ অর্থ, চাল, তেল, ডাল, সাবান, সিমাই, চিনি, গুঁড়া দুধ, পেঁয়াজ, লবণ, হুইল পাউডার ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সুন্দরবন প্রেসক্লাবের সামনে ২৭টা বাহিনীর ২শ’ ৪৮ জনের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, ডিএডি শাহরিয়ার, ডিএডি আরফান, এসআই শেখ আব্দুর রহিমসহ ১০ জনের একটি দল। খাদ্য সামগ্রী বিতরণ শেষে আত্মসমর্পণকৃত বনদস্যুদের উদ্দেশ্যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেন র‌্যাব-৮ এর কর্মকর্তাবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version