Site icon suprovatsatkhira.com

যুক্তরাজ্যের মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : যুক্তরাজ্যের মিনহা ফাউন্ডেশন দৈনিক আজকের সাতক্ষীরার ব্যবস্থাপনায় শনিবার বেলা ১২টায় খাদ্য বস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় ৫০টি পরিবারে মরধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাতক্ষীলা শিশু হাসপাতাল চত্তরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি, এম, নূর ইসলাম সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ও ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জাকির হোসেন, দৈনিক যুগের বার্তার বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, বার্তা সম্পাদক গাজী সাহাজান, মফস্বল সম্পাদক তুহিন হোসেন, নিজস্ব প্রতিবেদক খাঁন নাজমুল হুসাইন ও আব্দুল মান্নান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক আজকের সাতক্ষীরার সহ বার্তা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মো. মাছুদুর জামান সুমন।
যুক্তরাজ্যের মিনহা ফাউন্ডেশনের (রেজিষ্ট্রেশন নং ১২৬৯৪০২১) অর্থায়নে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি মুসুরের ডাল ও ১ কেজি পেয়াজ দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version