Site icon suprovatsatkhira.com

মৃত্তিকা মানবিক ইউনিটের পক্ষে খাদ্য সমগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপক‚লীয় উপজেলা দেবহাটা, কালীগঞ্জের ১শ’ ৪০টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী উক্ত পরিবারগুলোতে মৃত্তিকা মানবিক ইউনিটের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতি পরিবারে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, মুড়ি সেমাই, গুঁড়া দুধ, সাবান, স্যালাইন প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মৃত্তিকা মানবিক ইউনিটের সহ সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মাছুম বিল্লাহ, নিশান, শাহারিয়া, বাবুল হোসেন প্রমুখ। সংগঠনটিতে আর্থিক সহযোগিতা করছেন আমেরিকা প্রবাসী সংগঠন “সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক মৃত্তিকা মানবিক ইউনিট সাতক্ষীরা পরিচালক ও উপদেষ্টা মো. সাইফুল ইসলাম সামি এবং সিঙ্গাপুর প্রবাসী আহŸায়ক মো. মিঠুন শাহারিয়া শাকিব। এছাড়া শ্যামনগর ও আশাশুনিসহ চার উপজেলার এক হাজার পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version