জুলাই ১০, ২০২০
মুন্সিগঞ্জে সুদখোর মহাজনের চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর (সরদার বাড়ি) গ্রামে সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মৃত অতুল সরদারের ছেলে গৌউর সরদার (৬৫)। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাওনাদাররা তার বাড়িতে যেয়ে ও মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে তাদের টাকা পরিশোধ করতে না পেরে বৃহস্পতিবার রাতে ঘেরের বাসায় নিম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। গৌউর সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে পাগলপ্রায় চার মেয়ে, সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামী গৌউর সরদারকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী লক্ষী রানী সরদার। স্থানীয়রা জানান, বর্তমান সময়ে সুদের করাল গ্রাসে নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেক পরিবার। প্রাণ হারাচ্ছে গৌউর সরদারের মত আরো অনেকেই। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘মোবাইলের মাধ্যমে শুনেছি কিন্তু এখনও কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে’। 8,960,993 total views, 16,743 views today |
|
|
|