নিজস্ব প্রতিনিধি : মুজিব শত বর্ষ উদযাপন উপলক্ষে “বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায়” সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষে থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ এর সহযোগিতায় ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মাসব্যাপী এক হাজার বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় শাল্লে গ্রামের রাস্তার পাশে বৃক্ষ রোপন করেন। এসময় ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে জেলায় এক হাজার বৃক্ষ রোপন করা হবে। জেলায় বিভিন্ন জায়গায় ঔষধীগাছ রোপন কার হবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/