Site icon suprovatsatkhira.com

মুক্তিযোদ্ধা আবুল খায়েরের মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টির শোক

প্রেস বিজ্ঞপ্তি : একাত্তরের রণাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ফিংড়ী ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ভূমিহীন আন্দোলনের প্রাণ পুরুষ, দক্ষ সংগঠক, গণমানুষের নেতা আবুল খায়ের সরদার (৭৭) আর নেই। তিনি গত ১৪ জুলাই রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুর খবরে জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, তালা কলারোয়া-১ আসনের এমপি ও পার্টির জেলা সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু। এছাড়া তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড সাবীর হোসেন, কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল,কমরেড নাসরীন খানম লিপি, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুর রউফ, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিব পদ গাইন প্রমুখ নেতৃবৃন্দ।

কাজী মারুফের শোক প্রকাশ: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী মারুফ আহমেদ। শোক বার্তায় তিনি বলেন, আবুল খায়ের সরদারের মৃত্যুতে আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যুতে সাতক্ষীরায় আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version